‘জবাবদিহিতা প্রতিষ্ঠা করার জন্যই চলমান সংস্কার কার্যক্রম অব্যাহত রাখা হচ্ছে’

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ
দেশে এখন
0

রাজনৈতিক দলগুলোর ঐক্যকে শক্তিশালী করা, জবাবদিহিতা প্রতিষ্ঠা করার জন্যই চলমান সংস্কার কার্যক্রম অব্যাহত রাখা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ড. আলী রিয়াজ।

আজ (সোমবার, ১২ মে) জাতীয় সংসদের এলইডি ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

এসময় আলী রিয়াজ বলেন, ‘স্বাধীনতার ৫৪ বছরে যে দেশ গঠনের সুযোগ এসেছে, সেটাকে কাজে লাগাতে হবে।’

পরে মতামত তুলে ধরেন গণতান্ত্রিক বাম ঐক্যের নেতারা।

তারা বলেন, সমাজতন্ত্রের একটি পরিপূর্ণ রূপরেখা সংস্কারে রাখতে হবে। সমাজতন্ত্র ছাড়া রাষ্ট্রের কার্যকর কল্যাণ সম্ভব নয়।

একইসঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন জোটের নেতারা। প্রশ্ন তোলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ করা নিয়েও।

সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় ঐকমত্য কমিশনে নিজেদের অবস্থান জানাতে বৈঠকে যোগ দেন গণতান্ত্রিক বাম ঐক্য।

সেজু