আজ (মঙ্গলবার, ১৩ মে) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের শুরুতে প্রিন্স জানান, তারা ঐকমত্যে পৌঁছাতে চান। তবে আন্দোলনে অনেক জটিলতা তৈরি হওয়ায় কাজটি কঠিন বলেও উল্লেখ করেন তিনি।
আর জাতীয় সনদ তৈরির মধ্য দিয়ে ভবিষ্যতের বাংলাদেশের পথরেখা নির্ধারণের লক্ষ্যে ঐকমত্য কমিশন কাজ করছে বলে জানান কমিশনের সহ সভাপতি আলী রীয়াজ।
দেশের নাগরিকদের অধিকার প্রতিষ্ঠা করে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আলোচনার মাধ্যমে এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান তিনি।