‘সব ব্যাটারিচালিত রিকশা উঠিয়ে সরকার অনুমোদিত অটোরিকশা নামানো হবে’

ব্যাটারিচালিত রিকশা ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ
দেশে এখন
0

ধীরে ধীরে ঢাকার রাস্তা থেকে সব ব্যাটারিচালিত রিকশা উঠিয়ে সরকার অনুমোদিত অটোরিকশা নামানো হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ।

আজ (মঙ্গলবার, ১৩ মে) বিকেলে রাজধানীর ধানমন্ডি এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা উচ্ছেদ অভিযানে এ কথা জানান তিনি।

তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযানের দাবি ছিল নগরবাসীর। আজ থেকে তা শুরু হলো।’

আগামীতে সরকার অনুমোদিত অটোরিকশা চালাতে চালকদের প্রশিক্ষণ দেয়া হবে এবং এনআইডি দিয়ে সেগুলোর জন্য চালকদের লাইসেন্সও নিতে হবে বলেও জানান তিনি।

এদিন ধানমন্ডি ২৭-মোড় থেকে শুরু করে আসাদগেট পর্যন্ত ঘণ্টাখানেক অভিযান চালিয়ে শতাধিক অবৈধ অটোরিকশা জব্দ করে ডাম্পিংয়ে পাঠানো হয়।

সেজু