প্রধান উপদেষ্টা বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাছে আমি কৃতজ্ঞ। নোবেল পুরস্কারের বীজ বপন হয়েছে এই বিশ্ববিদ্যালয় থেকে। নোবেল পুরস্কারের গোড়াপত্তন হয়েছে এই বিশ্ববিদ্যালয়ে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুটি নোবেল পুরস্কারের জন্য গৌরবান্বিত।’
গ্রামীণ ব্যাংকের বিষয়ে তিনি বলেন, ‘গ্রামীণ ব্যাংকের জন্ম হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অথনীতি বিভাগ থেকে।’
তিনি আরও বলেন, ‘গৎবাঁধা পথে চলার কারণে নতুন বিশ্ব গড়ার চিন্তা করি না। সমস্ত বিশ্বকে মনের মতো করে সাজানোর জন্য গন্তব্যবিহীন শিক্ষা পরিহার করতে হবে। যা আছে তা মেনে নিলে কিছুই পরিবর্তন হবে না।’
অধ্যাপক ইউনূস বলেন, ‘আমাদের অর্থনীতি ব্যবসাকে কেন্দ্র করে। ব্যবসাকেন্দ্রীক সভ্যতা আত্মঘাতী, এটা টিকবে না। ব্যবসা দিয়ে নয়, মানুষকে নিয়ে অর্থনীতি শুরু করতে হবে।’
এসময় তাকে সম্মানসূচক ডি লিট ডিগ্রি প্রদান করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।