আজ (শুক্রবার, ১৬ মে) দুপুরে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ‘নারীর ডাকে মৈত্রী যাত্রা’ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নারীর প্রতি বৈষম্য দূর ও নারীর সাম্যতা রক্ষায় সচেতনতা সৃষ্টিতে এমন কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।
এসময় নারীর প্রতি অবিচারের প্রতিবাদ করা হয়। জমি, ঘর, উত্তরাধিকার সবক্ষেত্রে নারীর ন্যায্য অধিকার বুঝিয়ে দেয়ার দাবি জানানো হয়।
আয়োজনে যোগ দেন প্রগতিশীল নারী, শ্রমিক, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী এবং পেশাজীবীদের মোট ৫১টি সংগঠন।
উপস্থিত ছিলেন জুলাই বিপ্লবে আহত ও শহীদদের পরিবারের সদস্যরা। এসময় গান, অভিনয় ও মাইমের মাধ্যমে নারীর প্রতি যৌন নিপীড়নসহ নারীদের ন্যায্য মজুরি না পাওয়া ও নানা বঞ্চনার কথা উঠে আসে।
আয়োজনে অংশগ্রহণকারীদের অভিযোগ, জুলাই গণঅভ্যুত্থান্র নারীর ভূমিকাকে ধামাচাপা দেয়ার চেষ্টা চলছে। এর বিরুদ্ধে জাতীয় ঐক্য ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই এই আয়োজন। আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে জনসংখ্যার অনুপাতে শতকরা ৩৩ ভাগ নারী প্রার্থী দেওয়াসহ তিন দফা দাবি জানায় তারা।
এ ছাড়াও সরকারের করা নারী কমিশনের প্রতিবেদনের বিরুদ্ধে ভয়-ভীতি ও হুমকিতেও সরকারের নীরব ভূমিকার প্রতিবাদ জানানো হয়।
এরপর মানিক মিয়া এভিনিউ থেকে মৈত্রী যাত্রার শুরু হয়ে খামার বাড়ি ঘুরে আবার মানিক মিয়া এভিনিউয়ে এসে শেষ হয়।