বিবৃতিতে জানানো হয়, সম্প্রতি তার ‘মাদকসেবনে’ এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে তদন্ত করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তদন্তে বিষয়টি সত্য প্রমাণিত হয়। এছাড়া তার অনিয়ন্ত্রিত জীবনযাপনের কিছু তথ্যও পাওয়া গেছে।
সংগঠনটির চট্টগ্রামের আহ্বায়ক আরিফ মাঈনুদ্দীন জানান, ফাতেমা খানমের সাথে ছাত্রলীগ নেতার যোগসাজশ ও সোশ্যাল মিডিয়ায় ভুয়া আইডি পরিচালনারও প্রমাণ পাওয়ায় আজ তাকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছে।