এর আগে গত ২৫ ফেব্রুয়ারি দুপুরে কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকত থেকে মাউন্ট এভারেস্টের চূড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন ইকরামুল হাসান শাকিল। তিনি পায়ে হেঁটে নিজের এই অভিযানের নাম দিয়েছেন ‘সি টু সামিট’। ৮৪ দিনে কক্সবাজার থেকে এভারেস্টের শিখরে পৌঁছান তিনি।
গত বছরের এই দিনেই ষষ্ঠ বাংলাদেশি হিসেবে মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছান বাবর আলী। এর আগে ২০১০ সালের ২৩ মে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট চূড়ায় পা রাখেন মুসা ইব্রাহিম। পরে ২০১১ সালের ২১ মে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এম এ মুহিত এভারেস্ট চূড়ায় লাল-সবুজের পতাকা উড়ান। ২০১২ সালের ১৯ মে প্রথম নারী বাংলাদেশি হিসেবে এভারেস্ট চূড়ায় পৌঁছান নিশাত মজুমদার, সেই অভিযানেই দ্বিতীয়বারের মত এভারেস্ট চূড়ায় আরোহণ করেন এম এ মুহিত। ২৬ মে দ্বিতীয় বাংলাদেশি দ্বিতীয় নারী হিসেবে এভারেস্ট চূড়া আরোহণ করেন ওয়াসফিয়া নাজরীন। আর এটাই বাংলাদেশ থেকে সবশেষ সফল অভিযান। আর ২০১৩ সালের ২১ মে এভারেস্ট চূড়া আরোহণ করে ফেরার পথে মারা যান সজল খালেদ নামের এক পর্বতারোহী।