কর্মসূচি ঘোষণা করেন সাবেক সচিব মশিউর রহমান। এসময় তিনি অবিলম্বে নগরবাসীর দাবি মেনে নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে ইশরাক হোসেনের মেয়র পদে বসা নিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের দেয়া বিবৃতিকে ‘চরম মিথ্যাচার’ বলেও আখ্যা দেন।
দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে উল্লেখ করে মশিউর রহমান। যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে সরকারকে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এর আগে, সোমবার সকাল ১১টা থেকে নগর ভবন ব্লকেড ও এর আশপাশের এলাকায় কর্মসূচি পালন করেন ইশরাক হোসেনের কর্মী-সমর্থকরা। নির্ধারিত সময়ের আগে থেকেই নগর ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। পরে বঙ্গ মার্কেট এলাকা ব্লকেড করে দেয় তারা। একইসঙ্গে গোলাপ শাহ মাজারের রাস্তাটিও বন্ধ করে দেয়া হয়।
কার্যত সকাল থেকেই অচলাবস্থা বিরাজ করেছে নগর ভবন, পুলিশ হেডকোয়ার্টারসহ আশপাশের এলাকায়। আন্দোলনকারীরা বলছেন, আমাদের ভোটের রায় হাসিনা ছিনিয়ে নিয়েছিল, আদালতের রায়ে আমাদের ভোটের মর্যাদা ফিরে পেয়েছি। ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা আদালত ঘোষণা দিয়েছেন, নির্বাচন কমিশনও গেজেট দিয়েছে। এই সরকারের লোকজন তাকে দায়িত্ব বুঝে দিচ্ছে না। আমরা এর প্রতিবাদ জানাই। অবিলম্বে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে।
গেল পাঁচ দিন ধরে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। এর আগে গত শনিবার এবং রোববার সচিবালয় অভিমুখে হাজার হাজার নগরবাসীর অংশগ্রহণে বিক্ষোভ কর্মসূচিও পালন করেন তারা।