টিকে-৭১৩ ফ্লাইটটি আজ (মঙ্গলবার, ২০ মে) সকাল ৭টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৯০ জন যাত্রী নিয়ে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশে রওনা দেয়। উড্ডয়নের ১৫ মিনিটের মাথায় ইঞ্জিনে এই আগুনের ঘটনা ঘটে।
পরে পাইলট ঢাকার আকাশে কয়েক চক্কর দিয়ে সোয়া ৮টায় শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করেন। এই ঘটনায় যাত্রী ও ক্রুরা নিরাপদেই আছেন।
বর্তমানে যাত্রীদের হোটেলে স্থানান্তর করা হচ্ছে এবং বিকল্প ফ্লাইটের মাধ্যমে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।