এসময় শ্রমিক নেতারা জানান, শ্রম মন্ত্রণালয় ঘোষিত বিজ্ঞপ্তিতে আগামী ৭ কর্ম দিবসের মধ্যে কারখানার সম্পদ বিক্রি করে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেয়ার প্রেক্ষিতে তারা কর্মসূচি প্রত্যাহার করছেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া পরিশোধ না করা হলে ৩০ তারিখ থেকে সারাদেশে ফের কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি তাদের।
শ্রমিকদের অভিযোগ, কারখানা মালিকরা তিন মাসের বেতন এবং ঈদুল ফিরতের বোনাস না দিয়েই কারখানা বন্ধ করে বিদেশে পাড়ি জমিয়েছে। এর আগে মঙ্গলবার দুপুরে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচির অংশ হিসেবে কাকরাইল মোড়ে অবস্থান নেয় তারা।