ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু

ট্রেন ও টিকিট
দেশে এখন
0

ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ (বুধবার, ২১ মে) আন্তঃনগর ট্রেনের ৩১মে এর টিকিট পাওয়া যাচ্ছে।

আগামী ৭ জুনকে পবিত্র ঈদুল আজহার দিন ধরে আগেই ট্রেনের আগাম টিকিট বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছিল। সে অনুযায়ী সকাল ৮টা থেকে শতভাগ অনলাইনে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার মো. সাজেদুল ইসলাম। অন্যদিকে দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হবে। ১ থেকে ৬ জুন পর্যন্ত আন্তঃনগরের টিকিট পাওয়া যাবে ২২ থেকে ২৭ মে।

এএইচ