আবারো কলম বিরতিতে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা

এনবিআর ভবন
দেশে এখন
0

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চলমান অচলাবস্থার সমাধান না হওয়ায় পুনরায় কলম বিরতি কর্মসূচি পালন করছেন কর্মকর্তা-কর্মচারীরা। আজ (বুধবার, ২১ মে) সকাল থেকে বিভিন্ন কর অঞ্চলের কর্মকর্তা ও কর্মচারীরা আগারগাঁও এনবিআর কার্যালয়ে জড়ো হতে শুরু করে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন দুপুর ১২টায় এনবিআর প্রাঙ্গণে সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’ তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে।

একইসঙ্গে সকাল ৯টা থেকে সংবাদ সম্মেলন শেষ না হওয়া পর্যন্ত ঢাকাস্থ এনবিআরের আওতাধীন সব দপ্তর এবং ঢাকার বাইরে নিজ নিজ দপ্তরে অবস্থান কর্মসূচি পালন করবেন কর্মকর্তা-কর্মচারীরা।

এর আগে মঙ্গলবার বিকালে সচিবালয়ে এনবিআরের কর ও কাস্টমস ক্যাডারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, ‘এনবিআর দুই বিভাগে বিভক্ত থাকবে এবং এ বিষয়ে যে মিস-কনসেপশন ছিল, তা দূর হয়েছে।’

তবে বৈঠক শেষে এক এনবিআর কর্মকর্তা সাংবাদিকদের জানান, তাদের অবস্থান ও মতামত এনবিআর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমেই জানানো হবে। পরে আলোচনা ফলপ্রসূ হয়নি জানিয়ে তারা প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে।

এএইচ