জিজ্ঞাসাবাদ শেষে নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেন এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীর ও স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা মাহমুদুল হাসান।
এর আগে, আজ (বুধবার, ২১ মে) সকাল ১০টার দিকে দুর্নীতির অভিযোগের বিষয়ে নিজেদের অবস্থান তুলে দুদকের সেগুনবাগিচা কার্যালয়ে হাজির হন তারা। সংস্থাটির পরিচালক রফিকুজ্জামান রুমিসহ অন্যান্য কর্মকর্তারা তাদের জিজ্ঞাসাবাদ করে।
এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, এনসিটিবি কাগজ সরবরাহে ৪শ’ কোটি টাকা কমিশন নিয়েছেন। এ ছাড়া ডিসি নিয়োগে তদবিরসহ নানা অভিযোগ আছে এনসিপির সাবেক এই নেতার বিরুদ্ধে।
অন্যদিকে, স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবী ও ডাক্তার মাহমুদুল হাসানের তদবির বাণিজ্য, টেন্ডার বাণিজ্যসহ নানা অনিয়মের মাধ্যমে শত কোটি টাকা সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। যদিও গতকাল (মঙ্গলবার) স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ও বর্তমান দুই ব্যক্তিগত কর্মকর্তার নির্ধারিত তলবের দিন ছিল।