সাম্য হত্যার তদন্তে আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতি স্পষ্ট, ছাত্রদলের অভিযোগ

ভিসি চত্বরে ছাত্রদলের বিক্ষোভ
দেশে এখন
0

সাম্য হত্যার তদন্তে আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতি স্পষ্ট বলে অভিযোগ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। আজ (বৃহস্পতিবার, ২২ মে) পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকাল ১০টায় শাহবাগ মোড়ে জড়ো হতে থাকে ছাত্রদলের নেতাকর্মীরা।

তবে কর্মসূচিতে বিঘ্ন ঘটায় মুষলধারে বৃষ্টি। যদিও তুমুল বৃষ্টি উপেক্ষা করেও স্বল্প বিরতি দিয়ে শুরু হয় অবস্থান কর্মসূচি। তাতে শাহবাগ মোড় দিয়ে বন্ধ হয়ে যায় যান চলাচল।

নেতাকর্মীদের অভিযোগ, সাম্য হত্যার বিচারের আশানুরূপ অগ্রগতি নেই। গ্রেপ্তারকৃতরা আসল অপরাধী কি না? সেটি নিয়েও প্রশ্ন তোলেন তারা।

এসময় সুষ্ঠু তদন্ত ও আসল অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানান তারা।

এসএস