ইশরাককে মেয়রের শপথ না পড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

ডিএসসিসির শ্রমিক-কর্মচারীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

নগর ভবনে শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ
দেশে এখন
0

আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র শপথ না পড়ানো হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) শ্রমিক-কর্মচারীরা।

আজ (সোমবার, ২৬ মে) দুপুরে কর্মসূচি ঘোষণা করার সময় এ তথ্য জানান ডিএসসিসির সাবেক সিনিয়র সচিব মশিউর রহমান। তবে নগর ভবনের জরুরি সেবা যেমন পরিচ্ছন্নতা, মশক, বর্জ্য, সড়ক বাতির কাজ চলমান থাকবে বলেও জানান তিনি।

ডিএসসিসি প্রশাসক শাজাহান মিয়া জানান, নাগরিক সেবা কবে থেকে শুরু হবে এ বিষয়ে তিনি কিছুই জানেন না। এ ছাড়াও হাটের ইজারা কার্যক্রম এখনো পুরোপুরিভাবে শেষ হয়নি বলেও এখন টিভিকে ফোনে জানান তিনি।

এদিকে, সোমবার সকাল থেকে নগর ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নেন নগর ভবনের শ্রমিক-কর্মচারী। টানা ১৩ দিনের মতো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ঝুলছে তালা। বন্ধ রয়েছে নগর ভবনের সব সেবা।

এনএইচ