স্থানীয়রা জানান, মঙ্গলবার (২৭ মে) দুপুরে সাত মসজিদ সড়কের শংকর এলাকায় বড় গর্ত দেখতে পান তারা। গর্তের ভেতরে ওয়াসার পানি প্রবাহিত হচ্ছে। পরে রাতে ঘটনাস্থলে আসেন ওয়াসার কর্মকর্তারা।
তারা জানান, কিছুদিন আগে ডিপিডিসি তাদের বৈদ্যুতিক লাইন বসানোর সময় পানির পাইপ ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে। সেখান থেকে পানি বের হয়ে আশপাশের মাটি নরম হওয়ায় সড়কে গর্তের সৃষ্টি হয়েছে।
দ্রুততম সময়ের মধ্যে ত্রুটিপূর্ণ পাইপ মেরামত শেষে সড়কে যান চলাচল শুরু হবে বলেও আশ্বাস দেন ওয়াসার কর্মকর্তারা।