আজ (বৃহস্পতিবার, ২৯ মে) সকালে শেরে বাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৫ উদযাপনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সেনাপ্রধান বলেন, ‘পুরুষ সদস্যের পাশাপাশি নারী সদস্যরাও অগ্রণী ভূমিকা পালন করছে।’
জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ‘আপনারা জেনে আনন্দিত হবেন যে, সম্প্রতি আমাদের একটি হেলিকপ্টার কন্টিনজেন্ট অন রোলে কঙ্গো মিশনে মোতায়েন রয়েছে। এ ছাড়াও আমরা সম্প্রতি পেরুভিয়ান আর্মিকে নিজেদের প্রযুক্তিতে তৈরি করা বিস্ফোরক নিষ্ক্রিয়কারী যান অনুদান হিসেবে হস্তান্তর করেছি। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে আমাদের অনুদান ও তত্ত্বাবধানে একটি আধুনিক ক্লিনিক প্রতিষ্ঠিত হয়েছে, যা স্থানীয় জনগণকে স্বাস্থ্যসেবা দিচ্ছে।’
বর্তমানে ৯টি শান্তি রক্ষা মিশনে ৫ হাজার ১১৮ জন শান্তিরক্ষী বিশ্বের বিভিন্ন দেশে নিয়োজিত রয়েছেন বলেও জানান সেনাপ্রধান।