চার দিনের জাপান সফর শেষে ঢাকার পথে প্রধান উপদেষ্টা

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
দেশে এখন
0

চার দিনের সফর শেষে জাপান থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জাপানের স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে তিনি রওনা হয়েছেন বলে সূত্রে জানা গেছে।

প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গীদের নিয়ে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমান বেলা চীনের স্থানীয় সময় ১১টা ২০ মিনিটে সিঙ্গাপুর হয়ে ঢাকার উদ্দেশ্যে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, টোকিও সফরকালে প্রধান উপদেষ্টা জাপানের প্রধানমন্ত্রী ইশিবার সাথে একটি সাক্ষাতসহ প্রায় ২০টি অনুষ্ঠানে যোগ দিয়েছেন। আজাদ মজুমদার বলেন, ‘অধ্যাপক ইউনূস আজ রাত ১০টা ৪০ মিনিট নাগাদ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।’

গতকাল শুক্রবার (৩০ মে) প্রধান উপদেষ্টা সফরের তৃতীয় দিনে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এ সময় দুই নেতা আগামী মাসগুলোতে জাপান ও বাংলাদেশের মধ্যে একটি অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সম্পাদনের প্রতিশ্রুতি দেন। দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরো গভীর করাই যার লক্ষ্য।

এছাড়াও জাপানের প্রধানমন্ত্রী বাজেট সহায়তা এবং রেলওয়ে উন্নয়নের জন্য বাংলাদেশকে ১.০৬৩ বিলিয়ন মার্কিন ডলারের প্রতিশ্রুতিও ঘোষণা করেন। এরপর দুই দেশের মধ্যে বিনিময় সংক্রান্ত তিনটি চুক্তি স্বাক্ষরিত হয়।

এর আগে গত মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাত ২টা ১০ মিনিটে ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশে রওনা করেন প্রধান উপদেষ্টা।

এএইচ