এসময় ফোরামের নেতৃবৃন্দ জানান, যতক্ষণ পর্যন্ত বিধিমালা সংশোধন না হবে, ততক্ষণ শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাবেন তারা।
ঐক্য ফোরামের নিয়মিত আন্দোলনের প্রেক্ষিতে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান বলেছেন, ‘অধ্যাদেশ বাতিল নয়, বহাল রেখেই সংশোধনের বিষয়ে আলোচনা করবেন উপদেষ্টা পরিষদ।’
উল্লেখ্য, এর আগে গত ২২ মে উপদেষ্টা পরিষদের সভায় অধ্যাদেশটির খসড়া অনুমোদনের পর গত ২৪ মে থেকেই কর্মকর্তা-কর্মচারীরা আইনটি প্রত্যাহারের দাবিতে সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সবগুলো সংগঠন সম্মিলিতভাবে আন্দোলন করে আসছিলেন। তারা এই অধ্যাদেশটিকে নিবর্তনমূলক ও কালো আইন হিসেবে অবহিত করছেন।
এ ছাড়াও, গত বৃহস্পতিবার ‘ইতিবাচক’ খবর না পেলে রবি ও সোমবার পাঁচজন উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছিলেন কর্মকর্তা-কর্মচারীরা।