১৯ জুনের মধ্যে সচিবালয়কে ফ্যাসিবাদ মুক্ত করার আল্টিমেটাম

জুলাই ঐক্য
দেশে এখন
2

১৯ জুনের মধ্যে সচিবালয়কে ফ্যাসিবাদ মুক্ত করার আল্টিমেটাম দিয়েছে ‘জুলাই ঐক্য’। আজ (মঙ্গলবার, ৩ জুন) বেলা সাড়ে ১১টায় মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাতের পর প্রেস ব্রিফিংয়ে এ কথা জানায় তারা।

এর আগে শাহবাগ থেকে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি শুরু করে শিক্ষা ভবনের সামনে অবস্থান করছে জুলাই ঐক্যের নেতাকর্মীরা। তাদের দাবিকৃত ‘ফ্যাসিবাদের দালাল’ সচিব কর্মকর্তা-কর্মচারীদের সচিবালয় থেকে সরানোর উদ্দেশে অবস্থান করে তারা।

এদিন সকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রথমে সংক্ষিপ্ত সমাবেশ করে জুলাই ঐক্য। সেখানে তারা জানান, দেশকে অকার্যকর করতে ফ্যাসিবাদ ও ভারতের দালাল সচিব কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে।

এখনো বিভিন্ন মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে বসে আছে আওয়ামী ফ্যাসিস্ট সচিবরা। তাদের দ্রুত অপসারণের দাবি জানান তারা। এরপর মার্চ টু সচিবালয় পর্যন্ত আসার আগেই পুলিশ ব্যারিকেট দেয় শিক্ষাভবনের সামনে। এতে বাধার মুখে পড়ে জুলাই ঐক্য।

সেজু