বছর ঘুরে আবার কোরবানির ঈদ। ঈদকে সামনে রেখে রাজধানীর চুলচেরা নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বোম ডিটেক্টর ইউনিটের পাশাপাশি ডগ স্কোয়াড ও পুলিশের ৫০০ টহল টিম থাকবে ফাঁকা ঢাকার নিরাপত্তা নিশ্চিত করতে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নিরাপত্তা নিয়ে সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার।’ এর আগে ঈদগাহ মাঠ পরিদর্শনে আসেন ডিএমপি কমিশনার।
পুলিশের নেয়া নিরাপত্তা পরিস্থিতি ঘুরে দেখতে জাতীয় ঈদগাহে আসেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী। এ সময় তিনি ঘুরে দেখেন ঈদগাহ মাঠ। জানান, ঈদগাহ মাঠের নিরাপত্তার ঝুঁকি নেই। কোন অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্ভাবনা নেই বলেও মন্তব্য করে রাজধানীর এ পুলিশ প্রধান।
পুলিশের পাশাপাশি মাঠে কাজ করবে র্যাবও। জাতীয় ঈদগাহে র্যাবের প্রস্তুতি পরিদর্শন শেষে মিডিয়া উইং প্রধান বলেন, সারাদেশে অপরাধীদের সনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র্যাব। ফাঁকা ঢাকার নিরাপত্তায় তাদের টহল টিম থাকবে বলেও জানানো হয় র্যাবের পক্ষ থেকে।
পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার নজরদারি পরিদর্শন করতে জাতীয় ঈদগাহ মাঠে আসে স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি নিরাপত্তার বিভিন্ন দিক নিয়ে খোঁজ খবর নেন। পরে বলেন, জাতীয় ঈদগাহ মাঠের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরণের প্রস্তুতি নিয়েছে সরকার।
থানার পুলিশ মামলা নিতে চায় না এমন অভিযোগের প্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, থানার কোন কর্মকর্তা মামলা না নিতে চাইলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। নিরাপত্তা বিঘ্নিত করে আইনের ফাঁক দিয়ে কেউ পার পাবে না বলে হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।