আজ (সোমবার, ১৬ জুন) সকালে তিনি শাহজাদপুর উপজেলার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস-৩ পরিদর্শন করেন। সেখানে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি উপজেলার রেশমবাড়িতে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাসের স্থান ঘুরে দেখেন।
পরে এক মতবিনিময় সভায় উপদেষ্টা বলেন, ‘রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত এই এলাকায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা শুধু প্রয়োজন নয়, এটি একটি সময়োপযোগী পদক্ষেপও।’
পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য সচিব ড. কাইয়ুম আরা বেগম, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস এম হাসান তালুকদার, সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম এবং পুলিশ সুপার ফারুক হোসেন প্রমুখ।