সংস্কার ইস্যুতে শ্রদ্ধাশীল আচরণের আহ্বান আলী রীয়াজের

রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠক
দেশে এখন
0

সংস্কার নিয়ে ঐকমত্যে পৌঁছাতে দলগুলোকে পরস্পরের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হবার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। আজ (বৃহস্পতিবার, ১৯ জুন) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে এ আহ্বান জানান তিনি।

আলী রীয়াজ বলেন, ‘কমিশনের ত্রুটি-বিচ্যুতি থাকলেও রাজনৈতিক দলগুলো শ্রদ্ধাশীল থাকলে ঐকমত্যে পৌঁছানো সহজ হবে।’ 

এসময় তিনি বলেন, ‘গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে এখনো ঐকমত্যে পৌঁছানো যায়নি তবে, আশা করছি আগামী সপ্তাহে দৃশ্যমান অগ্রগতি হবে।’ 

উল্লেখ্য, রাষ্ট্রের মূলনীতি, প্রধানমন্ত্রীর মেয়াদ ও নির্বার্চনী এলাকা নির্ধারণ বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে দলগুলোর সঙ্গে আলোচনা চালাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন।

এসএইচ