রামপুরা ডিআইটি সড়ক থেকে প্রধান সড়ক ধরে তাকালে দৃষ্টিসীমার মধ্যে সবই আবছায়া। নিজস্ব আলোতেই চলছে যানবাহন।
সড়কবাতি থাকলেও নেই আলো। যানবাহনের রঙিন আলোয় যতটুকু পথ চেনা। আর আবাসিক এলাকা তো আরও অন্ধকারাচ্ছন্ন। যেন এক ভুতুড়ে পরিস্থিতিতে নগরবাসী।
গতকাল (রোববার, ২২ জুন) রাত পৌনে ১০টা থেকে এমন অবস্থার মুখোমুখি বসুন্ধরা, গুলশান, বনানি, রামপুরা, মগবাজার, মধুবাগ, তেজগাঁও, ফার্মগেট, কাওরান বাজার, বনশ্রী, কলাবাগান, হাতিরঝিল ও মহাখালীসহ আশপাশের এলাকা। এতে বিপাকে পড়েন এসব এলাকার বাসিন্দারা।
রামপুরায় বসবাসকারী একজন বলেন, ‘অনেকক্ষণ করে বিদ্যুৎ চলে গেছে। বিদ্যুৎ না থাকলে মশা একটু বেশি করে কামড়ায়।’
অন্য একজন বলেন, ‘ঢাকা শহরে তো এমনভাবে কারেন্ট যায় না সাধারণত। ঘুমিয়েছিলাম, উঠে দেখি কারেন্ট গেছে। গরমে ঘুম ভেঙে গেছে। এখন দাঁড়িয়ে আছি।’
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ বা পিজিসিবির তথ্যমতে, কারিগরি ত্রুটির কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়েছে। তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউই।
আড়াই ঘণ্টা পর রাত সোয়া ১২টায় এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। তবে পিজিসিবি সূত্র জানায়, তখনও পুরোপুরি সারানো যায়নি রামপুরা গ্রিডের ত্রুটি। অন্য গ্রিড থেকে বাইপাস করে স্বাভাবিক করা হয় সরবরাহ।