জানা গেছে, উভয় পক্ষই শ্রমিক দলের রাজনীতির সঙ্গে যুক্ত এবং ইশরাক হোসেনের দাবির পক্ষে নগর ভবনে আন্দোলনে সক্রিয়। সংঘর্ষে নেতৃত্ব দেন শ্রমিক নেতা আরিফুজ্জামান প্রিন্স ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আরিফ চৌধুরী। উভয়েই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে কর্মরত।
সূত্র জানায়, সকালে নগর ভবনের প্রকৌশল বিভাগে প্রবেশ এবং আন্দোলনস্থলে নেতৃত্ব দেওয়া নিয়ে বিরোধ বাধে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারি শুরু হয়। এতে এক সেবাগ্রহীতাও হামলার শিকার হন। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং একজনকে আটক করে।