পুলিশ জানিয়েছে, মরদেহের সাথে পাওয়া ড্রাইভিং লাইসেন্স থেকে পরিচয় শনাক্ত করেছেন তারা। নিহতের নাম সেলিম জাহান। তার বাড়ি শরীয়তপুর জেলায়।
হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, সেলিম মাঝেমধ্যেই তাদের হোটেলে এসে থাকতেন। এবার ২১ জুন চিকিৎসার জন্য তিনি ঢাকায় আসেন বলে দাবি করে হোটেল কর্তৃপক্ষ।
সোমবার সন্ধ্যায় সেলিমকে হোটেলের সিঁড়িতে সবশেষ দেখেছেন স্টাফরা। এরপর কোন খোঁজ না পেয়ে কক্ষটিতে গেলে ভেতর থেকে আটকানো অবস্থায় পাওয়া যায়। পরে পুলিশে খবর দিলে রাতে ওয়ারী থানা পুলিশ দরজা ভেঙে বাথরুমে মরদেহ পরে থাকতে দেখেন। ইতোমধ্যে সিআইডির ফরেনসিক দল নমুনা সংগ্রহ করেছে। এটি হত্যাকাণ্ড কিনা প্রশ্ন করা হলে পুলিশ জানায়, তদন্ত চলছে।