প্রধান উপদেষ্টা একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বন্ধে সরকারের সব পর্যায়ের প্রতিষ্ঠানকে নির্দেশ দেন। বলেন, ‘প্লাস্টিক ব্যবস্থাপনার অভাবে জলাশয়, নদী ও সমুদ্র দখল করে ফেলেছে প্লাস্টিক ও পলিথিন। এতে জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়ছে।’
ড. ইউনূস তরুণদের জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দিতে আহ্বান জানিয়ে বলেন, ‘মানুষ, ইতিহাস ও অর্থনীতি বদলেছে। এখন সময় বদলে যাওয়ার, পৃথিবীকে রক্ষার।’
আরও পড়ুন
অনুষ্ঠানে তিনি ‘জিরো কার্বন নিঃসরণ’ নিশ্চিত করতে দেশবাসীকে আহ্বান জানান। বলেন, ‘যুদ্ধ, প্রযুক্তির অপব্যবহার ও পরিবেশ ধ্বংস করে বিশ্বকে আজ ভয়াবহ সংকটে ঠেলে দেওয়া হয়েছে। এখনই পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ ধ্বংস অনিবার্য।’
পরে ড. ইউনূস একটি গাছ রোপণ করে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ২০২৫–এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় পরিবেশ, বন ও বন্যপ্রাণী সংরক্ষণে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ৩১টি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় পুরস্কারে ভূষিত করা হয়।
অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।