‘মাদকের কারণে দেশের উন্নতি বাধাগ্রস্ত হচ্ছে’

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম
দেশে এখন
0

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশকে মাদকমুক্ত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, ‘মাদকের কারণে দেশের উন্নতি বাধাগ্রস্ত হচ্ছে।’ আজ (বৃহস্পতিবার, ২৬ জুন) মাদকের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে একথা জানেন তিনি।

তরুণ সমাজকে এর প্রভাবমুক্ত রাখার প্রচেষ্টার কথা জানান তিনি। অনুষ্ঠানে বিভাগীয় পর্যায়ে আলাদা কারাগার নির্মাণের পরিকল্পনার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘শিশুদের মাদকের হাত থেকে রক্ষা করতে সমন্বিতভাবে কাজ করছে সরকার।’

দেশে মাদকাসক্ত মানুষের সংখ্যা এখন প্রায় ৮৩ লাখ। যার মধ্য বেশির ভাগই পুরুষ। আসক্তি রয়েছে নারী ও শিশুদের মধ্যেও। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাম্প্রতিক এক সমীক্ষায় উঠে এসেছে এই ভয়াবহ তথ্য।

এর আগে ২০১৮ সালে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট একটি সমীক্ষায় মাদকাসক্ত মানুষের সংখ্যা পাওয়া গিয়েছিল ৩৬ লাখ। এই দুই পরিসংখ্যানের পার্থক্যই বলে দিচ্ছে দেশে মাদকাসক্ত মানুষের বৃদ্ধির সংখ্যা। এমন বাস্তবতায় দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস।

সেজু