অবরোধের পর নগর ভবনে ফিরলেন ডিএসসিসি প্রশাসক

শাহজাহান মিয়া
দেশে এখন
0

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রায় দেড় মাস ধরে চলা অবরোধের অবসান ঘটিয়ে নগর ভবনে প্রবেশ করেছেন প্রশাসক শাহজাহান মিয়া। আজ (বৃহস্পতিবার, ২৬ জুন) দুপুরে তিনি কার্যালয়ে প্রবেশ করে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন কার্যক্রম নিয়ে বৈঠকে বসেন।

কার্যালয়ে প্রবেশের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পেছনে কী হয়েছে, সেটা নিয়ে আর স্মরণ করতে চাই না। সামনে তাকাতে হবে। নগরবাসীকে ভালো রাখতে আমাদের কর্মপরিকল্পনা নতুন করে সাজাতে হবে।’

তিনি জানান, ডেঙ্গু মোকাবিলাকে অগ্রাধিকার দিয়ে ওষুধের পরিমাণ দ্বিগুণ করার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি জনসচেতনতায় লিফলেট বিতরণ করা হবে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে ডিএসসিসির প্রশাসক হিসেবে দায়িত্ব পান শাহজাহান মিয়া। কিন্তু প্রায় তিন মাস কাজ করার পর বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র পদে শপথের দাবিতে তার সমর্থকরা নগর ভবন অবরোধ শুরু করেন। একপর্যায়ে প্রশাসকের কক্ষ তালাবদ্ধ করে দেওয়ায় তিনি অফিস করতে পারেননি।

বুধবার (২৫ জুন) ইশরাক হোসেন এক সংবাদ সম্মেলনে অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দেওয়ার পর ডিএসসিসির অচলাবস্থা কাটে। পরদিন বৃহস্পতিবার প্রশাসক নগর ভবনে প্রবেশ করেন। এখন নগরের উন্নয়নে আবারও গতি ফিরবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

এনএইচ