সংস্কার, ন্যায় বিচার চলবে পাশাপাশি সরকারকে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে এবং নির্বাচনের দিকেই যেতে হবে বলে জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। আজ (মঙ্গলবার, ১ জুলাই) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে গণসংহতি আন্দোলনের উদ্যোগে জুলাই অভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে তিনি গণমাধ্যমকে এ কথা বলেন।
এ ছাড়াও এখনও পরাজিতরা দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে ফেলতে চাচ্ছে বলেও দাবি করেন তিনি।
জোনায়েদ সাকি বলেন, ‘এখন জুলাই মাস জুড়ে আতঙ্ক সৃষ্টির সম্ভাবনা আছে, তাই অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান, যারা এই কাজ করছে তাদের আইনের আওতায় আনতে হবে। আওয়ামী লীগ গুপ্তভাবে বিভিন্ন সময় এসব অপকর্ম করছে।’
এসময় ৩৬ দিন ব্যাপী দলীয় কর্মসূচিও ঘোষণা করে গণসংহতি আন্দোলন।