‘১০ বছর প্রধানমন্ত্রী থাকা ব্যক্তি যেন আবার রাষ্ট্রপতি না হতে পারেন’

মাহমুদুর রহমান
দেশে এখন
1

দশ বছর প্রধানমন্ত্রী থাকা ব্যক্তি যেন আবার রাষ্ট্রপতি না হতে পারেন সে বিষয়ে সংস্কারে পরামর্শ দিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। আজ (মঙ্গলবার, ১ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আমার বাংলাদেশ (এবি) পার্টির জুলাই অভ্যুত্থানে উদযাপনের আলোচনা সভায় তিনি এ প্রস্তাব দেন।

মাহমুদুর রহমান বলেন, ‘দশ বছর প্রধানমন্ত্রী থাকা ব্যক্তি যেন আবার রাষ্ট্রপতি না হতে পারেন। এ বিষয় সকল রাজনৈতিক দল ঐকমত্য হলে নতুন করে আর কেউ ফ্যাসিবাদ হতে পারবে না।’

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভার উদ্বোধন করেন শহীদ নাজমুল কাজীর স্ত্রী মারিয়া সুলতানা রাখি এবং তার সন্তান আরিয়ানা কাজী।

আলোচনায় সভাপতির বক্তব্যে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এত রক্ত দানের পর কেন পরিবর্তন আসেনি এমন প্রশ্ন তুলে বলেন, দেশকে পরাধীনতা ও আধিপত্য বাদ থেকে মুক্ত রাখতে হবে। বৈষম্যবিরোধী এক নতুন বাংলাদেশ গড়ে তুলতে তার দলের লড়াই চলবে বলেও জানান তিনি।

এসএস