জুলাই মাসেই ‌‘জুলাই সনদ’ তৈরি সম্ভব: ড. আলী রিয়াজ

ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা
দেশে এখন
1

তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা ও জাতীয় ঐকমত্য গঠনে রাজনৈতিক দলগুলোর মধ্যে আশাব্যঞ্জক অগ্রগতি হয়েছে বলে জানিয়ে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রিয়াজ বলেছেন, জুলাই মাসেই ‘জুলাই সনদ’ তৈরি করা সম্ভব।

আজ (বুধবার, ২ জুলাই) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে ঐকমত্য কমিশনের আলোচনা সভায় তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে খোলামেলা ও গঠনমূলক আলোচনা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠায় প্রায় সব দলই একমত হয়েছে। গঠন প্রক্রিয়া নিয়ে কিছু মতপার্থক্য থাকলেও জুলাই মাসেই ‘‘জুলাই সনদ’’ তৈরি করা সম্ভব।’

তিনি বলেন, ‘নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ ও তত্ত্বাবধায়ক সরকারের বিষয়গুলো নিয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। স্বল্প সময়ের মধ্যে কাঠামোগত বিষয়েও ঐক্যমত্যে পৌঁছানো যাবে বলে আমরা আশাবাদী।’

আলোচনায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘রাষ্ট্রপতিকে তত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিলে অতীতের মতো জটিলতা হতে পারে। তত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় ও জাতীয় নির্বাচন দেয়ার প্রস্তাব দিয়েছে জামায়াত।’

আলোচনায় অংশ নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব আতাউর রহমান বলেন, ‘রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন নিয়ে আরও আলাপ দরকার। খুনিকে উত্তরাধিকার ছাড়া কেউ ক্ষমা করতে পারে না। অতীতে রাষ্ট্রপতির ক্ষমা প্রয়োগে অপব্যবহার হয়েছে।’

এনএইচ