সহকারী কমিশনার তাপসী ঊর্মিকে চাকরি থেকে বরখাস্ত

তাপসী তাবাসসুম ঊর্মি
দেশে এখন
3

লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মিকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। আজ (বুধবার, ২ জুলাই) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এতে বলা হয়, তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ‘চাকরি থেকে বরখাস্তকরণ’ সূচক গুরুদণ্ড দেয়া হলো।

গত বছরের ৯ অক্টোবর তাপসী তাবাসসুম ঊর্মির নামে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করা হয়েছিল।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদকে ‘সন্ত্রাসী’ বলা ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে কটূক্তি করায় সাময়িক বরখাস্ত করা হয় তাকে। এরপরই তাপসী তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে ওই মামলা করা হয়েছিল।

মামলার বাদী এজাহারে উল্লেখ করেছিলেন, তাপসী তাবাসসুম একজন সরকারি কর্মচারি হয়ে ফেসবুকে পোস্ট করা মানে তিনি সরকার উৎখাত ও সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ষড়যন্ত্র শুরু করেছেন, এতে কোনো সন্দেহ নেই। তার মন্তব্য রাষ্ট্রদ্রোহিতার অপরাধ।

আসু