বিটিসিএলের কাজ নিয়ে দুদককে দেয়া চিঠির ভুল ব্যাখ্যা হচ্ছে: ফয়েজ আহমদ

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব
দেশে এখন
1

বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ফাইবার নেটওয়ার্ক বর্ধিতকরণ প্রকল্প চালিয়ে নিতে দুদককে চিঠি দেয়ার বিষয়টিকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। আজ (সোমবার, ৭ জুলাই) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

তিনি বলেন, ‘বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ফাইবার নেটওয়ার্ক বর্ধিতকরণ প্রকল্প চালিয়ে নিতে দুদককে চিঠি দেয়ার বিষয়টিকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে।’ এ প্রকল্প চালিয়ে না গেলে সরকারের ৬০০ কোটি টাকার ক্ষতি হবে বলেও দাবি করেন তিনি।

ফয়েজ আহমদ তৈয়্যবের দাবি, তার মন্ত্রণালয় কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নয়। যারা এতদিন দুর্নীতি করেছে তাদের স্বার্থে আঘাত লাগার কারণেই তারা অপপ্রচারে লিপ্ত বলে তিনি সন্দেহ প্রকাশ করেন।

এ সময় তিনি বলেন, ‘এমন কোনো টেন্ডার দেইনি যারা সেই খাতে এক নম্বরে ছিল না।’ নতুন টেলিকম পলিসিতে দেশিয় কোম্পানির সুরক্ষা দেয়ার কথাও জানান তিনি।

এএইচ