এনটিআরসিএর ১৮তম নিবন্ধনের ভাইবা নিয়ে পরীক্ষার্থীদের অসন্তোষ

এনটিআরসিএ
শিক্ষা
দেশে এখন
0

এনটিআরসিএর ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভাইভা পর্ব নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী পরীক্ষার্থী। আজ (সোমবার, ৭ জুলাই) দুপুরে এনটিআরসি ভবনের সামনে অবস্থান নেয় ভুক্তভোগী পরীক্ষার্থীরা।

এর আগে সকাল থেকেই শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে চারপাশে জমায়েত হতে থাকেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ফেল করা পরীক্ষার্থীরা।

তাদের অভিযোগ, ভাইভা ছিল অনিয়মে ভরা, পক্ষপাতদুষ্ট এবং স্বচ্ছতা বিবর্জিত। এতে পরিকল্পিতভাবে অসংখ্যভাবে অসংখ্য পরীক্ষার্থীকে ফেল করানো হয়েছে। তারা বলেন, এই ভাইভা একটি প্রহসন ছাড়া কিছু নয়, এটি বাতিল করে পুনর্মূল্যায়নই একমাত্র সমাধান।

এএইচ