উচ্চকক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়ন হবে বলে আশাবাদী আইন উপদেষ্টা

ড. আসিফ নজরুল
দেশে এখন
2

আগামীর নির্বাচনে উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। জাতীয় নির্বাচনের আগে জুলাই অভ্যুত্থানের অপরাধীদের বিচার হবে বলেও আশ্বস্ত করেছেন তিনি। এদিকে সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলের বোঝাপড়ায় ঘাটতি থাকলেও অনেক অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।

বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরে জুলাই অভ্যুত্থানের প্রামাণ্যচিত্র ‘শ্রাবণ বিদ্রোহের’ প্রথম প্রদর্শনী। সেখানে উপদেষ্টা পরিষদের ৪ সদস্য ছাড়াও অংশ নেন অভ্যুত্থানে আহত এবং শহিদ পরিবারের সদস্যরা।

এ সময়, অভ্যুত্থানের স্পিরিট বাস্তবায়নে সরকার ও রাজনৈতিক দলের ভূমিকা নিয়ে হতাশার পরিবর্তে আশাবাদী হওয়ার তাগিদ দেন উপদেষ্টারা। বলেন জুলাইয়ের ঐক্য আরো ১০ বছর ধরে রাখলে ফ্যাসিবাদ ফিরে আসার ঝুঁকি নেই।

আইন উপদেষ্টা বলেন, ‘আপনাদের মনে আছে, আপন দুই বোন ভাইয়ের লাশ নিয়ে মিছিল করছে। এপিসি থেকে আমাদের ইয়ামিনকে ফেলে দেয়া হয়। তখনো সে মারা যায়নি। একটা বাবা রাস্তায় নেমে চিৎকার করছে আমি নামলাম সব বাবা নেমে আসেন। একজন মা পানি বিলাচ্ছেন। মাদ্রাসা শিক্ষার্থীরা যুদ্ধ করছেন। আমার মনে হয় না বাংলাদেশের ইতিহাসে এমন মহাকাব্যিক আর কোনো ঘটনা ঘটেছে।’

আরো পড়ুন:

তিনি বলেন, ‘জুলাইয়ের এত বড় ঘটনা কোনোদিনো বিস্মৃত হবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। বাংলাদেশের জুলাই কখনো বেহাত হবে না এটাও আমার দৃঢ় বিশ্বাস।’

আইন উপদেষ্টা বলেন, ‘আপনাদের আমি বলি আমাদের আসলে খুব বেশি হতাশ হওয়ার কারণ নেই। আপনাদের আমি নিশ্চিত করি বিচার পূর্ণ গতিতে চলছে, বিচার পূর্ণ মাত্রায় দৃশ্যমান আছে।’ তবে, বিচারাধীন বিষয় হওয়ায় অনেক তথ্যই জানানো হচ্ছেনা বলে মন্তব্য করেন তিনি।

আইন উপদেষ্টা বলেন, ‘উচ্চকক্ষে পিআর পদ্ধতি হয়ে যাবে বলে বিশ্বাস করি। এর ফলে বাংলাদেশের চেহারার পরিবর্তন হবে।’

নির্বাচনের আগে বিচারকাজ সম্পন্ন হবে উল্লেখ করে অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘বিচার পূর্ণ গতিতে চলছে, পূর্ণ মাত্রায় চলছে। নির্বাচনের আগে অবশ্যই বিচার হবে।’

এ সময়, সংসদে উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেন আইন উপদেষ্টা। শ্রাবণ বিদ্রোহের নির্মাণ ও প্রচার জুলাই অভ্যুত্থানের স্পিরিট বাস্তবায়নে ভিন্ন অনুষঙ্গ হয়ে থাকবে বলেও মন্তব্য করেন।

এএইচ