স্ত্রী ডা. জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানসহ কয়েকজন সফরসঙ্গী তার সঙ্গে রয়েছেন। তারেক রহমান বিমানের বিজি-২০২ ফ্লাইটে আগামীকাল বাংলাদেশে পৌঁছাবেন।
ওয়ান-ইলেভেন সরকার ২০০৭ সালে তারেক রহমানকে গ্রেপ্তার করে। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান তিনি। এরপর থেকে সেখানেই আছেন। লন্ডন থেকেই দল পরিচালনা করে আসছেন তিনি। দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর তিনি দেশে ফিরছেন।
আরও পড়ুন:
সব ঠিক থাকলে বাংলাদেশ সময় রাত ১২টা ১৫ মিনিটে তার ফ্লাইট ঢাকার উদ্দেশে লন্ডন ছাড়বে। আগামীকাল (বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর) দুপুর ১২টা নাগাদ পা রাখবেন দেশের মাটিতে।
তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে তার নিরাপত্তায় নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। বিএনপির এ নেতার সংবর্ধনা উপলক্ষে রাজধানীর পূর্বাচল এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।





