‘শেখ পরিবারের বিদেশে থাকা সম্পদের তথ্য প্রমাণ না পাওয়ায় তদন্ত বিলম্বিত হচ্ছে’

শেখ হাসিনা ও দুদক
দেশে এখন
0

শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিদেশে থাকা সম্পদের দালিলিক তথ্য প্রমাণ যথাসময়ে না পাওয়ায় অনুসন্ধান ও তদন্ত বিলম্বিত হচ্ছে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। আজ (মঙ্গলবার, ৮ জুলাই) বিকেলে দুর্নীতি দমন কমিশনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, 'শেখ পরিবারের বিরুদ্ধে আরো বেশ কিছু অনুসন্ধান চলমান।'

দুদক মহাপরিচালক আক্তার হোসেন বলেন, 'আইনে থাকা সময়ের মধ্যেই দুদক প্রতিবেদন কমিশনে জমা দেবে।'

পলাতকদের ফিরিয়ে আনা, অনুসন্ধান ও বিচার কাজ চলমান থাকবে বলেও জানান তিনি।

এদিকে, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কুমিল্লার সাবেক এমপি আবুল কালাম আজাদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হয়েছে বলে জানান দুদক মহাপরিচালক।

সেজু