মায়ের মৃত্যুতে পাশে থাকতে পেরে জুলাই যোদ্ধাদের প্রতি মাহমুদুর রহমানের কৃতজ্ঞতা

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মা অধ্যাপিকা মাহমুদা বেগম
দেশে এখন
0

মায়ের মৃত্যুর শেষ মুহূর্তে পাশে থাকতে পাড়ায় জুলাই যোদ্ধাদের ধন্যবাদ জানিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। আজ (মঙ্গলবার, ৮ জুলাই) ইনকিলাব মঞ্চের উদ্যোগে মৃতের আত্মার মাগফেরাত কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

মাহমুদুর রহমান বলেন, ‘বছরের পর বছর সন্তান ছাড়া এক সংগ্রামের জীবন পার করতে হয়েছে মা মাহমুদা বেগমকে। ফ্যাসিবাদী সরকারের মিথ্যা মামলা থেকে তিনিও রক্ষা পাননি। অবেশেষে সে মামলা নিয়েই ৮৭ বছর বয়সে পৃথিবী ছেড়েছেন তিনি।’

তবে মায়ের শেষ বেলায় পাশে থাকতে পাড়ায় জুলাই যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। এসময় মায়ের আত্মার শান্তি চেয়ে সকলের কাছে দোয়ার আহ্বান জানান আমার দেশ সম্পাদক।

উল্লেখ্য, অধ্যাপিকা মাহমুদা বেগম রোববার (৬ জুলাই) ভোর সোয়া পাঁচটায় রাজধানীর মগবাজারের ইনসাফ বারাকাহ কিডনি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

তিনি দৈনিক আমার দেশ পাবলিকেশন্সের ভাইস চেয়ারম্যান ছিলেন। কর্মজীবনে তিনি চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, তিতুমীর কলেজসহ বিভিন্ন কলেজে বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন।

অধ্যাপিকা মাহমুদা বেগম একমাত্র পুত্র মাহমুদুর রহমান, পুত্রবধূ ফিরোজা মাহমুদ, ছোট বোন মনিরা মাহমুদ এবং অসংখ্য ছাত্র-ছাত্রী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

ইএ