জুলাই গণঅভ্যুত্থানে গুলি করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: বিবিসি

শেখ হাসিনা
দেশে এখন
1

জুলাই আন্দোলন দমনে বিক্ষোভকারীদের দেখামাত্র গুলি করার ও হত্যার অনুমতি দিয়েছিলেন শেখ হাসিনা নিজেই। সাবেক প্রধানমন্ত্রীর ফাঁস হওয়া ফোন কলগুলোর একটির অডিও যাচাইয়ের ভিত্তিতে নিশ্চিত করেছে বিবিসির আই ইনভেস্টিগেশন।

আজ (বুধবার, ৯ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যমটি জানায়, মার্চে অনলাইনে ফাঁস হওয়া ওই অডিওতে হাসিনাকে বলতে শোনা যায়, গেলো বছর ছাত্র আন্দোলন দমনে প্রাণঘাতী সহিংসতার আশ্রয় নিতে নিরাপত্তা বাহিনীকে তিনি নিজেই অনুমতি দেন।

অনুমতি ছিল বিক্ষোভকারীদের বিরুদ্ধে মারণাস্ত্র ব্যবহার এবং দেখামাত্র গুলি করাসহ যেকোনো ব্যবস্থা নেয়ার। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এক হাজার ৪০০ এর বেশি মানুষ নিহত হয় সে সময়।

বিবিসির অনুসন্ধানী দল বলছে, হাসিনার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ওই ফোনালাপের রেকর্ডিং ব্যবহারের পরিকল্পনা করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটররা। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অনুপস্থিত থেকেই বিশেষ ট্রাইব্যুনালে বিচারাধীন শেখ হাসিনা।

২০২৪ সালের ৫ আগস্ট গণআন্দোলনের মুখে পালিয়ে বর্তমানে ভারতে আশ্রিত হাসিনা ও তার দল নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সব অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

এসএস