ভোটে অনিয়মে ফ্ল্যাট গ্রহণের অভিযোগ; ১২ সচিবের বিরুদ্ধে তদন্তে দুদক

দুদক ভবন
দেশে এখন
0

২০১৮ সালে ভোটে অনিয়মের বিনিময়ে ধানমন্ডিতে ফ্ল্যাট গ্রহণের অভিযোগের দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক দুই কমিশনারসহ ১২ সচিবের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। সহকারী পরিচালক আল আমিনের নেতৃত্বে দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

দুদকের সাবেক দুই কমিশনার হচ্ছেন মোজাম্মেল হক ও জহুরুল হক। এছাড়া সাবেক সচিবদের মধ্যে রয়েছে ইউনুসুর রহমান, এম এ কাদের সরকার, আসলাম আলম, আকতারী মমতাজ, সিরাজুল হক খানসহ অন্যরা।

শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে শত কোটি টাকার ভবন বরাদ্দে অনিয়মের খোঁজে চলতি বছরের ৮ মে গণপূর্ত ও ধানমন্ডিতে অভিযান চালায় দুদক। অভিযানে ভবন বরাদ্দের অনিয়ম প্রাথমিক প্রমাণ মেলায় অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে, গত ৮ জুলাই ১২ সচিবের জন্য নির্মাণাধীন ভবনে ফ্ল্যাট বরাদ্দ গণপূর্ত মন্ত্রণালয় বাতিল করলেও দুদক বরাদ্দের ক্ষেত্রে অনিয়মগুলো অনুসন্ধান করবে বলে জানিয়েছে।

এসএস