বুধবার (৯ জুলাই) সচিবালয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৫ এর ফল প্রকাশ নিয়ে এক আলোচনায় শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার বলেছেন, পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের কম সময়ের মধ্যে কোনো বাহুল্য ছাড়াই ফল প্রকাশ হচ্ছে। তিনি জানান, অনাড়ম্বরভাবে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হবে। ফল হস্তান্তরের ক্ষেত্রে কোনো আনুষ্ঠানিকতা থাকছে না।
গত ১০ এপ্রিল এ বছরেরে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা শেষ হয় গত ১৩ মে। এবার ১১টি শিক্ষাবোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখের বেশি। ফল প্রকাশের পর পুনর্নিরীক্ষণের জন্য আগামী ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত সময়ও নির্ধারণ করেছে আন্তঃশিক্ষা বোর্ড।