আজ (সোমবার, ১৪ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের ধারাবাহিক ১৩তম দিনের বৈঠকে এ কথা বলেন তিনি। আজ আলোচনায় অংশ নেয়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান আলোচ্য, সংসদে নারীর সংরক্ষিত আসন ও দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট গঠনের বিষয়টি।
আলোচনার শুরুতেই আলী রীয়াজ স্মরণ করিয়ে দেন গত বছরের ১৪ জুলাইয়ের ঘটনাপ্রবাহ, যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা অপমানের জবাবে প্রতিবাদমুখর হয়ে উঠেছিল। তিনি বলেন, ‘নারীদের দমিয়ে না রেখে, তাদের মর্যাদা দিয়ে এগিয়ে নিতে না পারলে রাষ্ট্রও পিছিয়ে পড়বে।’
তিনি জানান, ঐকমত্য কমিশনের লক্ষ্য নারীকে সমাজ ও সংসদে মর্যাদার আসনে অধিষ্ঠিত করা। আর সেই লক্ষ্যে সংস্কার প্রক্রিয়ায় সংসদে নারীর জন্য কীভাবে কার্যকর ও সম্মানজনক প্রতিনিধি ব্যবস্থা গড়া যায়, তা নিয়ে ইতিবাচক আলোচনা চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে।