চীন-বাংলাদেশ সম্পর্ক নিকট প্রতিবেশীর পর্যায়ে পৌঁছেছে: ডা. শফিকুর

বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জামায়াত আমির
দেশে এখন
0

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাম্প্রতিক চীন সফরের মধ্য দিয়ে দুই দেশের পারস্পরিক সম্পর্ক বন্ধুত্বের গণ্ডি পেরিয়ে নিকট প্রতিবেশীর পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। আজ (মঙ্গলবার, ১৫ জুলাই) রাতে পাঁচদিনের রাষ্ট্রীয় আমন্ত্রণে চীন সফর শেষে দেশে ফিরে গণমাধ্যমকে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘বাংলাদেশকে শুধু বন্ধু নয়, প্রতিবেশী বলেছে চীন।’ চীনা কমিউনিস্ট পার্টি ও চীন সরকারের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

এতদিন চীনের কার্যক্রমে বাংলাদেশের জনসম্পৃক্ততা ছিল না দাবি করে তিনি বলেন, ‘আট সদস্যের প্রতিনিধিদল চীনকে জনমানুষের কাতারে এসে কাজ করার অনুরোধ জানিয়েছে।’

একইসঙ্গে, বাংলাদেশ জামায়াতে ইসলামী সকল দেশের সঙ্গে সমানভাবে বন্ধুত্বে বিশ্বাসী বলেও মন্তব্য করেন দলটির আমির।

এএইচ