২০২৪ এর ৫ আগস্টে আশুলিয়া থানায় ৬ যুবককে গুলি করে হত্যার পর তাদের মরদেহ পুড়িয়ে দেয়া হয়। মামলায় বলা হয়েছে, এরমধ্যে একজন জীবিত ছিল তাকেও পুড়িয়ে মারা হয়েছে। পরে এ দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ ১৬ জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়।
বুধবার সকালে এ মামলার আসামিকে সাবেক পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি, শাহিদুল ইসলামসহ ৮ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।আসামিদের উপস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ মামলার শুনানি করা হয়। শুনানি শেষে পলাতক সাবেক এমপি সাইফুলসহ সব আসামিকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।
এ বিষয়ে গণমাধ্যমকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ‘চলতি বছরের মধ্যেই জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার শেষ হবে। তিনি বলেন, আজ ইতিহাস বদলে যাওয়ার দিন।’
তাজুল ইসলাম বলেন, ‘আওয়ামী এবং যুবলীগের নেতা সালাহউদ্দিন টিটুর নেতৃত্বে যে হত্যাকাণ্ড চালানো হয়, তাদের এ হত্যাকাণ্ডের চিত্র গণমাধ্যমসহ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এ ঘটনায় যারা যারা সম্পৃক্ত ছিল তাদের মধ্যে তিন জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এবং তারা বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে পুলিশ কাস্টোডি ডিতে রয়েছে। এ তিন জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আগামী ২৮ জুলাই উপস্থিত করার নির্দেশ দেয়া হয়েছে।’
গত ২ জুলাই আশুলিয়ায় ছয় জনের মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনকে অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। আনুষ্ঠানিক অভিযোগে সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনকে অভিযুক্ত করা হয়।