মালয়েশিয়ায় জঙ্গি সম্পৃক্ততায় ৫ বাংলাদেশির বিচার শুরু: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন
দেশে এখন
0

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, মালয়েশিয়ায় জঙ্গিবাদ সম্পৃক্ত অভিযোগে ৫ বাংলাদেশির বিচারিক প্রক্রিয়া শরু হয়েছে বাকিদের বিষয়ে তদন্ত চলছে। আজ (বুধবার, ১৬ জুলাই) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত জুলাই আন্দোলনে মাসব্যাপী গ্রাফিতি ও চিত্র প্রদর্শনী শেষে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘সামনে জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত আরো অনেকে গ্রেপ্তার হতে পারে পররাষ্ট্র উপদেষ্টাকে এমন আভাস দিয়েছেন মালায়শিয়ার পররাষ্ট্রমন্ত্রী।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে নন ডিসক্লোজার চুক্তি সই নিয়ে সম্পূর্ণ কিছু জানা নেই, তবে দুই দেশের সরকার চাইলেই এটা করতে পারে। সীমান্ত হত্যা নিয়ে অন্তর্বর্তী সরকার নমনীয় না। আমরা এর বিচার দাবি করছি ভারতীয় আইনের প্রতিবাদ বহাল আছে।’

তিন জোটের বিষয়ে উপদেষ্টা বলেন কোনো জোট নেই ইসলামাবাদের বৈঠক নিয়েও কিছু জানা নেই বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের।

সেজু