জেলা প্রশাসন সূত্রে জানায়, সম্প্রতি জেলার বিভিন্ন স্থানে ঘটে যাওয়া অস্থিরতা ও সংঘাতের পরিপ্রেক্ষিতে জননিরাপত্তা নিশ্চিত করতে এ কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। কারফিউ চলাকালীন জনসাধারণের চলাচল সীমিত থাকবে এবং বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হতে পারবে না।
আরো পড়ুন:
এর আগে আজ গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ ঘিরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুপুরে সমাবেশ শেষে কেন্দ্রীয় নেতারা মাদারীপুরের উদ্দেশে রওনা দিলে গোপালগঞ্জ সরকারি কলেজ সংলগ্ন লঞ্চঘাট এলাকায় তাদের গাড়িবহরে হামলা চালায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। ঘটনার পর জেলা প্রশাসন গোপালগঞ্জ শহরে ১৪৪ ধারা জারি করে।