তিনি বলেন, ‘সব মসজিদের সভাপতি হবে প্রশাসনের কর্মকর্তারা। ইমামদের নিয়ম বা বরখাস্ত হতে হবে সরকারের প্রদত্ত নীতিমালা অনুযায়ী।’
এছাড়াও তিনি জনবান্ধব বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য ইমামদের প্রতি আহ্বান জানান। সভা শেষে নগরীর নূরনগরে অবস্থিত মেট্রোপলিটন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন ঘোষণাও করেন তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. সালাম খান, বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, খুলনা রেঞ্জ ডি আই জি মো. রেজাউল হক, জেলা প্রশাসক সাইফুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
জানা যায়, এ অনুষ্ঠান শেষে দিনভর নানা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ধর্ম উপদেষ্টা।