তিনি বলেন, ‘মালিকপক্ষ কোনো শ্রমিককেই কালো তালিকাভুক্ত করতে পারবে না।’ এসময় তিনি কথায় কথায় মন্ত্রণালয় ঘেরাও কিংবা কর্মসূচি না দিতে শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘শ্রমিকদের নূন্যতম চাহিদা পূরণে প্রয়োজনে রাস্তায় নামতেও রাজি আছি।’
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেন।
বিশেষ অতিথি হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ উপস্থিত ছিলেন।