টেলিফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন এবি পার্টির চেয়ারম্যান

মজিবুর রহমান মঞ্জু ও জামায়াত আমি ডা. শফিকুর
দেশে এখন
1

টেলিফোনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। আজ (শনিবার, ১৯ জুলাই) রাত ৯টা ৩৫ মিনিটে তিনি ডা. শফিকুর রহমানকে সরাসরি ফোন করেন।

জামায়াত আমিরের একান্ত সহকারী নজরুল ইসলাম জানান ডা. শফিক বর্তমানে সুস্থ আছেন। হাসপাতালে ডাক্তাররা তার বিস্তারিত চেক আপ করেছেন। তিনি বর্তমানে বিপদমুক্ত রয়েছেন বলে তাকে হাসপাতাল থেকে রিলিজ করে বাসায় সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ।

আরো পড়ুন:

মজিবুর রহমান মঞ্জু তার হঠাৎ অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করেন এবং তার আশু সুস্থতার জন্য আল্লাহর দরবারে দোয়া করেন।

এএইচ